বিআরটিসি সিলেট ডিপোর
ব্যবস্থাপক জুলফিকার আলী অভিযোগ করেন, রোববার সকাল ৯টার দিকে সিলেটের কদমতলী এলাকায়
বাস টার্মিনালে বিআরটিসির কাউন্টারে এই হামলা চালানো হয়।
তিনি বলেন, “রোববার
এসি বাস চালু করলে স্থানীয় পরিবহন শ্রমিকরা বাধা দেন। একটি বাস কাউন্টার ছেড়ে গেলেও
পথে আটকে দেন তারা। আরেকটি বাস ছাড়ার আগেই সকাল সাড়ে ৯টায় অর্ধশতাধিক পরিবহন শ্রমিক
কাউকন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেন।
“তারা কাউন্টারে তালা
ঝুলিয়ে দেন এবং বিআরটিসির ডিপো ব্যবস্থাপকের সরকারি গাড়ি ভাঙচুর করেন। তাদের তাণ্ডবে
নির্ধারিত সময়ে বাসটি সিলেট ছেড়ে যেতে পারেনি।”
পরে প্রশাসনের পাহারায়
বাস সিলেট ছেড়ে গন্তব্যে যায় বলে জানান তিনি।
বিআরটিসির বাস চালু
হলে বেসরকারি পরিবহনের লাভ কমে যাবে এমন আশঙ্কায় এই হামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে বাংলাদেশ সড়ক
পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেটের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক হামলা-ভাঙচুরের অভিযোগ
অস্বীকার করেছেন।
তিনি বলেন, “কয়েকজন
শ্রমিক বিআরটিসির কাউন্টারে গিয়ে বাস চলাচলে আপত্তি জানিয়েছে। কেউ কোনো উশৃঙ্খল আচরণ
করেনি কিংবা বাস ভাঙচুর করেনি।”