ক্যাটাগরি

সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে। করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরণ নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়া এবং সংক্রমণ ছড়িয়ে পড়ায় সৌদি আরব গত ২১ ডিসেম্বরেই তাদের সীমান্ত বন্ধ করে দিয়ে সব আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল।

তখন এই স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছিল। তবে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য ওই স্থগিতাদেশ প্রযোজ্য ছিল না।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা বিদেশি নাগরিকদেরকে সৌদি আরব ছেড়ে যেতে দেওয়া এবং ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশদ্বার খোলা রেখেছে; একইসঙ্গে পরিস্থিতিও মূল্যায়ন করে দেখা হচ্ছে। আর পন্য সরবরাহ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে।