ক্যাটাগরি

১ লাখ ২০ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা আটক

বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট
কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সোমবার ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারী ঘাট এলাকা থেকে ইয়াবাগুলো
উদ্ধার করা হয়।

আটকরা হল-উখিয়ার কুতুপালংয়ের ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৩ ব্লকের নূরুল বশরের ছেলে মোহাম্মদ সৈয়দ (৩৭),
একই ক্যাম্পের এফ-১২ ব্লকের জাহিদ
হোসেনর ছেলে এনায়েতুর রহমান (২১) ও সি-১৩ ব্লকের সুলতান
আহমেদের ছেলে মোহাম্মদ জুবায়ের (২০) এবং কুতুপালংয়ের ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের
সি-১১ ব্লকের শামসুর রহমানের ছেলে নূর আলম (৩০)।

কর্নেল আলী হায়দার বলেন, “মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার
খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে
মিয়ানমার সীমান্তের দিক থেকে হেঁটে সন্দেহজনক চারজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার
জন্য নির্দেশ দেয়।

“এ সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে
বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে আটক করে এবং তাদের শরীরে তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
করে।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া
থানায় মামলা করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।