এই আইন পাস হলে
অনুমতি ছাড়া মহাসড়কে বিলবোর্ড, সাইনবোর্ড বা তোরণ টাঙালে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা
গুণতে হবে।
আর মহাসড়কের সংরক্ষণ
রেখার মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করলে দুই বছরের কারাদণ্ডের সঙ্গে সর্বোচ্চ পাঁচ লাখ
টাকা জরিমানা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘মহাসড়ক আইন, ২০২০’ এর নীতিগত
অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ
সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, ১৯২৫ সালের হাইওয়ে অ্যাক্ট
রহিত করে মহাসড়ক, নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা এবং অবাধ, সুশৃঙ্খল
ও নিরাপদ যান চলাচলের জন্য নতুন আইন করা হচ্ছে।
“মহাসড়কের ক্ষতি
কমিয়ে স্থায়িত্ব নিশ্চিত করা এবং যানবাহন চলাচলের গতিশীলতা নিশ্চিত করতে ওভারলোড নিয়ন্ত্রণ
করা হবে।”
আনোয়ারুল বলেন,
“মহাসড়কের একটা ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড আছে যে কত স্পিডে গাড়ি চলতে পারবে। সেক্ষেত্রে
আমরা যদি নিয়ন্ত্রণ না করি এবং ফ্যাসিলিটিজ মানুষকে না দিই, তাহলে এই মহাসড়ক ব্যবস্থা
ঠিকভাবে চালানো সম্ভব হবে না।
“মহাসড়কের মাঝেমাঝে
আন্ডারপাস করা হবে, সেখান দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রসহ সিএনজি, রিকশা চলাচল করতে পারবে।
সব জায়গায় আন্ডারপাসের ব্যবস্থা থাকবে না, সেক্ষেত্রে ওভারপাসের ব্যবস্থা রাখতে হবে।”
যেহেতু মহাসড়কের
দুই পাশে সড়ক থাকবে, তাই বৃষ্টির পানি বা যে কোনো পানি যেন দ্রুত নেমে যায়, সেই
ব্যবস্থা রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
মহাসড়কের পাশে যেন
পানির ব্যবস্থা রাখা হয় আইনে সে বিষয়ে বলা আছে জানিয়ে আনোয়ারুল বলেন, “রোডের পাশে যেসব
গাছ লাগানো উচিত সেসব গাছ যেন লাগাতে হবে। কড়ই গাছ রাস্তার পাশে লাগালে ডাল-পালা সড়কে
চলে আসে। সড়কে ডাল-পালা না আসে সে ধরনের গাছ লাগাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।”
মহাসড়কের পাশে
নির্দিষ্ট দূরত্বে ফুয়েল স্টেশন এবং বিশ্রামাগার রাখতেও প্রধানমন্ত্রী নির্দেশনা
দেন।
মন্ত্রিপরিষদ
সচিব বলেন, “প্রত্যেক মহাসড়কে লজিক্যাল দূরত্বে ফুয়েল স্টেশন ও মানুষের রিক্রিয়েশন
বিশেষ করে লং ড্রাইভে যাওয়া ট্রাক চালকদের জন্য বিশ্রামের কক্ষ রাখতে হবে। সড়ক ও জনপথ
বিভাগ এসব স্থাপনা করতে জায়গা নির্ধারণ করেছে।”
গতিসীমার বিষয়ে
তিনি বলেন, “হাইওয়ে করলে ৮৫ কিলোমিটার গতি নিশ্চিত করতে হবে। এটা আইনে বলা নেই, এটা
নির্ভর করবে সড়কটি কোন এলাকায় হচ্ছে, তার উপর।”
আনোয়ারুল জানান,
মহাসড়কে ছোট যানবাহন চলতে পারবে না। পাশের সার্ভিস লেনে সেসব যানবাহন চলবে। তবে মহাসড়কে
মোটরসাইকেল চলতে পারবে।
মহাসড়কগুলোর মাঝখানে
ডিভাইডার থাকবে বলে দুর্ঘটনার হার কমবে আশাবাদী মন্ত্রিপরিষদ সচিব।
আনোয়ারুল জানান,
মহাসড়কের পাশে অবকাঠামো নির্মাণ করলে, ফসল, খর বা পণ্য শুকালে, ক্রসিং এরিয়া বাদে অন্য
জায়গা দিয়ে হাঁটলে এক থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
“অধিদপ্তরের বিনা
অনুমতিতে বিলবোর্ড, সাইনবোর্ড, তোরণ বা এ ধরনের কিছু মহাসড়কে টাঙালে এবং ধীরগতির যানবাহনগুলো
নির্ধারিত লেন ছাড়া মহাসড়কে উঠলে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে।”
এছাড়া কেউ মহাসড়কের
সংরক্ষণ রেখার মধ্যে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে দুই বছরের কারাদণ্ড বা স্থায়ী স্থাপনার
ক্ষেত্রে পাঁচ লাখ টাকা আর অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক ৫০ হাজার টাকা দণ্ড বা
উভয় দণ্ডে দণ্ডিত হবে।