ক্যাটাগরি

ইথিওপিয়ায় রয়টার্স সাংবাদিক গ্রেপ্তার

বৃহস্পতিবার রাজধানী আদ্দিস আবাবায় তাকে গ্রেফতার করা হয় এবং আগামী দুই সপ্তাহ পুলিশ হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে তার পরিবার।

তবে তাকে এখনও অভিযুক্ত করা হয়নি। কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে তার পরিবারকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো মন্তব্য করেনি।

কুমেরার পরিবার জানিয়েছে, শুক্রবার স্থানীয় একটি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

এক বিচারক কুমেরাকে আরও ১৪ দিন আটক রাখার নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে পুলিশ তদন্ত চালাবে। সোমবার এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্স কুমেরাকে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছে।

এর আগে গত ১৬ ডিসেম্বর রয়টার্সের ফটোগ্রাফার তিকসা নেগেরিকে মারধর করেছিলেন ইথিওপিয়ার দুই ফেডারেল পুলিশ কর্মকর্তা।

এক বিবৃতিতে রয়টার্সের এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেছেন, “ইথিওপিয়া থেকে সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করা রয়টার্স টিমের একজন সদস্য কুমেরা। তার কাজের মাধ্যমে তিনি পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। তাকে কিসের ভিত্তিতে আটক করা হল তা আমাদের জানা নেই।”

“সাংবাদিকরা যেখানেই থাকুন না কেন তাদেরকে অবশ্যই কোনও ধরনের হয়রানি বা ক্ষতির আশঙ্কা ছাড়াই জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে দিতে হবে। কুমেরাকে মুক্ত না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না,” বলেন তিনি।