সোমবার সকালের রাজধানীর এক হাসপাতালে কন্যার জন্ম হয়েছে বলে জানান অপির মা শাহনা আরা করিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
২০১৬ সালে পারিবারিকভারে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নির্ঝর ও অপি।