ক্যাটাগরি

কুড়িগ্রাম পৌরসভা মেয়র নৌকার কাজিউল

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব সোমবার সন্ধ্যায় এই ফল নিশ্চিত করেন।

তিনি জানান, কাজিউল ইসলামের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. শফিকুল ইসলাম বেবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৪৬৮ ভোট।

প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৯৩ ভোট। বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৮ ভোট।

এদিকে, আওয়ামী লীগের বহিষ্কৃত প্রার্থী মো. সাইদুল হাসান দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৮৩৭ ভোট।