রোববার রাতে
র্যাব পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে
র্যাব-১৩ রংপুর ক্যাম্পের মিডিয়া অফিসার জ্যেষ্ঠ এএসপি সিদ্দিক আহমদ জানান।
গ্রেপ্তাররা
হলেন পলাশবাড়ী পৌরসভার আন্দুয়া এলাকার প্রয়াত রইচ উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪৫)
ও সিধন গ্রামের মো. তৈয়বর মন্ডলের ছেলে মো. পলাশ মন্ডল (৩৪)।
সিদ্দিক আহমদ
বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম ও পলাশ মন্ডল নিষিদ্ধ ঘোষিত
জঙ্গি সংগঠন ‘আল্লার দলের’ দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার
সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।