ক্যাটাগরি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

সোমবার সদর ও কালিয়াকৈর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া থানার সোলাকান্দা এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৩৫), রংপুর জেলার কোতোয়ালি থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার স্ত্রী লিমা আক্তার (৩৩) ও তার ছেলে লিখন (৬)।

মাওনা হাইওয়ে ওসি এআরএম আল মামুন বলেন, সোমবার ৪টার দিকে ভবানীপুর এলাকা থেকে একটি ট্রাক মাটিবোঝাই করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নতুন বাজারের দিকে যাচ্ছিল।

“পথে শিরিরচালা এলাকা পৌঁছালে ট্রাকটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মাটি ভর্তি ড্রাম ট্রাকটি উল্টে পথচারী সেলিম মিয়ার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান।”

ঘটনার চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কালিয়াকৈর থানা এসআই মাহবুব হোসেন বলেন, লিমা তার স্বামী-সন্তানসহ কালিয়াকৈর উপজেলায় সাহেব বাজার এলাকায় খোকনের বাসায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং তার স্বামী এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেন।

“সোমবার দুপুরে মা-ছেলে সাহেব বাজার এলাকায় সাবান কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তারা মারা যান। পিকআপসহ চালক পালিয়ে গেছে।”