ক্যাটাগরি

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

সোমবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের বিসিক ব্রিজের কাছে
এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ইজিবাইকের যাত্রী তরুণ সরকার (৫০) গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুরের
রঞ্জিত সরকারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আইয়ুব হোসেন বলেন, শহরের কলেজ কাউন্টার
থেকে ছেড়ে আসা পুলিশ লাইনগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসের সাথে ইজিবাইকটির সংঘর্ষ
হয়।

এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকের ছয়জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর তরুণ সরকারের
মৃত্যু হয় বলেন তিনি।

আহত অপর পাঁচজনকে হাসপাতালে ভর্তি হয়েছে।