ক্যাটাগরি

চ্যাম্পিয়ন্স লিগ: মেসি-রোনালদোর গোলের লড়াইয়ে যত পরিসংখ্যান

সমান ৭৭ গোল নিয়ে ২০১৪-১৫ মৌসুম শেষ করেছিলেন তারা দুজন। এরপর রোনালদো বড় এক লাফে এগিয়ে যান। এখনও তিনিই আছেন তালিকার চূড়ায়; তবে পেছন থেকে ছুটছেন মেসিও। ইউরোপ সেরার মঞ্চে পর্তুগিজ তারকার গোল ১৩৪টি, বার্সেলোনা অধিনায়কের ১১৮।

উয়েফার সব প্রতিযোগিতা মিলে রোনালদো-মেসির গোল তিনটি করে বেশি; ১৩৭-১২১।

দুজনের রোমাঞ্চকর এই পথচলায় যোগ হয়েছে আরও কত পরিসংখ্যান। বছরের শেষ লগ্নে এসে দেখে নেওয়া যাক সেসবের কিছু:

>> কোনো এক ক্লাবের হয়ে শত গোলের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় রোনালদো; ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের হয়ে স্পর্শ করেন সেঞ্চুরি। এর ঠিক এক মাস পর বার্সেলোনার হয়ে এই কীর্তি গড়েন মেসি, এই প্রতিযোগিতায় তার সবগুলো গোলই অবশ্য কাতালান ক্লাবটির হয়ে।

>> মেসি গোল করেছেন আর বার্সেলোনা হেরেছে, এমন ম্যাচের সংখ্যা মাত্র তিনটি।

>> ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত টানা সাত আসরের প্রতিটিতে ১০ বা তার বেশি করে গোল করার কীর্তি গড়েন রোনালদো। 

>> উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৬ মৌসুমে গোল করেছেন মেসি। একই কীর্তি আছে করিম বেনজেমা ও রায়ান গিগসের।

>> ৩৬ ম্যাচে দুই বা তার বেশি গোল করেছেন রোনালদো।

>> দুজনের নামের পাশেই সমান আটটি করে হ্যাটট্রিক আছে।

>> এই প্রতিযোগিতায় রোনালদো প্রথম গোলের দেখা পেয়েছিলেন ৩০তম ম্যাচে এসে।

>> প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক পেরিয়েছিলেন রোনালদো। এখন তিনি পেরিয়ে গেছেন ৬০টি।

>> একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছেন রোনালদো।

>> প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ ম্যাচে গোল করার কীর্তি রোনালদোর।

>> রোনালদো তার বর্তমান ঠিকানা ইউভেন্তুসের বিপক্ষে ১০টি গোল করেছেন। প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো এক দলের বিপক্ষে কারো সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।

>> গ্রুপ পর্বে গোলের হিসেবে এগিয়ে আছেন মেসি। রোনালদোর সঙ্গে তার গোলের পার্থক্য চারটি; ৭১-৬৭

>> ১০০ গোলে পৌঁছাতে রোনালদোর লেগেছিল ১৪৪ ম্যাচ; মেসি ১২৩ ম্যাচ।