সোমবার
জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২১ সালের জন্য নতুন
এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
ডিক্যাবের
১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে যমুনা টেলিভিশনের মাহফুজ মিশু,
যুগ্ম সম্পাদক পদে বাংলাভিশনের ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ পদে জবাবদিহি পত্রিকার আতিকুর রহমান, দপ্তর সম্পাদক পদে আমাদের সময়ের আরিফুজ্জামান মামুন এবং কার্যনির্বাহী সদস্য
পদে নিউজ টোয়েন্টিফোনেন আঙ্গুর নাহার মন্টি, প্রথম আলোর রাহীদ
এজাজ, বাংলাদেশ পোস্টের নূরুল ইসলাম হাসিব, সমকালের রাশেদ মেহেদী ও সময় টেলিভিশনের এহসান জুয়েল নির্বাচিত হয়েছেন।
ডিক্যাবের
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক
সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল করিম সাবু।
এর আগে
ডিকাবের বিদায়ী কমিটির সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হয়।
এতে সাধারণ
সম্পাদকের প্রতিবেদন পেশ করেন তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন আতিকুর
রহমান।