ক্যাটাগরি

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত

বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হওয়ার মধ্যে দক্ষিণ কোরিয়াতেই সর্বশেষ এ ধরনটির দেখা মিলল।

বিবিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে আসা তিন দক্ষিণ কোরীয়র দেহে করোনাভাইরাসের এ নতুন রূপ শনাক্ত হয়েছে।

তাদেরকে বিমানবন্দরে পৌঁছার পরই পরীক্ষা করা হয়েছিল এবং এখন কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনাভাইরাসের অতি-সংক্রামক এই নতুন ‘স্ট্রেইন’ ইউরোপের কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এটির দেখা মিলেছে কানাডা এবং জাপানেও।

যুক্তরাজ্যে নতুন এই ধরন শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে সেখান থেকে সরাসরি সব ফ্লাইট বন্ধ করেছিল। সেইসঙ্গে ব্রিটেন থেকে আগতদের বিমানবন্দরে কঠোর চেকিং-সহ দুইবার করে ভাইরাস পরীক্ষার মুখেও পড়তে হচ্ছে।

দক্ষিণ কোরিয়া এরই মধ্যে কোভিড-১৯ মোকাবেলায় রীতিমত লড়ে যাচ্ছে। বাড়তে থাকার সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দেশটি এ যাবৎকালের সবচেয়ে কড়া নানা পদক্ষেপ চালু করেছে।

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ৫৭,৬৮০ জনের এবং মারা গেছে ৮১৯ জন।