ক্যাটাগরি

দ. আফ্রিকা টেস্ট দলে ফিরলেন রাবাদা

এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে
পাওয়া চোটে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ‘বক্সিং ডে’ টেস্টে
খেলতে পারছেন না রাবাদা। সেঞ্চুরিয়নে সোমবার ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন
শুরুর আগে ‘জৈব-সুরক্ষা’ বলয়ে ঢুকে
যাওয়ার কথা তার।

রাবাদা দলে আসায় দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার পেস
আক্রমণের শক্তি আরও বাড়ল। প্রথম টেস্টে তিন বিশেষজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া ও
লুথো সিপামলার সঙ্গে খেলছেন পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।

চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের
পর থেকে অবশ্য লাল বলে খেলেননি ২৫ বছর বয়সী রাবাদা।

আগামী রোববার জোহানেসবার্গে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও
শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট।