সোমবার ময়না তদন্ত শেষে
লাশ স্জনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আগের রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত রেজাউল ইসলাম (৪২) উপজেলার কালীগ্রাম দিঘীর পাড় গ্রামের আফছার আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, গত শনিবার সন্ধ্যার দিকে রেজাউল আবাদপুকুর থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে আবাদপুকুর-পতিসর রাস্তার মরুপাড়ার জীবনের কবরস্থানের অদূরে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে রেজাউল ইসলাম এবং মোটরসাইকেল আরোহী দুলাল হোসেন (৪৫) গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতে দু’জনকেই রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয় বলেন তিনি।
মোটরসাইকেল আরোহী দুলাল একই এলাকার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের কেয়ামতুল্লার ছেলে।