পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় শাহিন শাহ আফ্রিদির ইয়র্কারে পায়ে চোট পান ওয়্যাগনার। ওই আঘাতের পর নিউ জিল্যান্ডের বোলিং ইনিংসের শুরুতে এই বাঁহাতি পেসার মাঠে নামেননি। তবে দিনের শেষ ভাগে নেমে তিন ওভার বোলিং করেন তিনি।
তৃতীয় দিনের খেলা শুরুর আগে সোমবার নিউ জিল্যান্ড ক্রিকেট টুইটারে জানায়, এক্স-রেতে চিড় ধরা পড়েছে ওয়্যাগনারের ডান পায়ের চতুর্থ আঙুলে। তবে ব্যথা সহ্য করতে পারলে বোলিং করার ব্যাপারটি এই পেসারের ওপরই ছেড়ে দেন চিকিৎসক।
এরপরই গা গরমে লেগে পড়েন ওয়্যাগনার। চা-বিরতি পর্যন্ত মোট ১৬ ওভার বোলিং করে ফেলেন। একটি উইকেটের দেখাও পান তার ট্রেডমার্ক শর্ট ডেলিভারিতে, ফিরিয়ে দেন ফাওয়াদ আলমকে।
নিউ জিল্যান্ড এই টেস্টে বোলিং আক্রমণ সাজিয়েছে ওয়্যাগনারসহ চার বিশেষজ্ঞ পেসার দিয়ে।