সারাদেশে
২৪টি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণের মাঝপথে সোমবার বেলা ১২টায় ঢাকায় নয়া পল্টনে এক
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
পৌরসভা
নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। যাতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা
প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিজভী
বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা
অধিকাংশ এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে।
“সরকারের
‘হার্ড হিটিং’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে।”
খুলনার
চালনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, কুষ্টিয়ার খোকসা, সিরাজগঞ্জের শাহজাদপুর, ময়মনসিংহের গফরগাঁও,
মানিকগঞ্জ সদর পৌর নির্বাচনের কেন্দ্র দখলের নানা ঘটনা তুলে ধরেন রিজভী।
“বিএনপির
এজেন্টদেরকে বের করে দিয়ে তাদের উপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ। এককথায় সব কেন্দ্র দখল
করে ফেলেছে। সেখানে প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছে।
আগামী
১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের তারাব পৌরসভার নির্বাচনে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিনের
মনোনয়নপত্র অভিনব কায়দা করে বাতিল করা হয়েছে বলে জানান রিজভী।
তিনি
বলেন, “ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন বহু বাধা-বিপত্তি, উপেক্ষা করে মনোনয়নপত্র
জমা দেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময়ে ধানের শীষের প্রার্থীর প্রস্তাবককে স্থানীয় এমপি
ও মন্ত্রীর কর্মচারী হাবিবুর রহমানের প্রস্তাবক সাজিয়ে নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল
করা হয়। প্রস্তাবক দিলবার হোসেন নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারকে বলেছেন, আমি
শুধু ধানের শীষের প্রার্থীর প্রস্তাব হয়েছি। অন্য কারও প্রস্তাবকারী না। সেটাও আমলে
নেননি রিটার্নিং অফিসার।”
ধানের
শীষের প্রার্থীর পক্ষে সাক্ষি দেওয়ার পর থেকে দিলবারের ছোটভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে
না বলেও অভিযোগ করেন তিনি।
‘সিন্ডিকেটই দাম বাড়াচ্ছে’
রিজভী
বলেন, “গতকাল পত্রিকায় এসেছে কৃষিমন্ত্রী বলেছেন, আমনের ভরা মৌসুমে আড়তদার-মিলাররা
কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে।
“দেশে
কোনো সরকার আছে বলে জনগণ মনে করে না। সরকারি দলীয় সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম
বাড়ছে। সিন্ডিকেটের টাকার ভাগ সরকারের মন্ত্রীদের কাছেও যায় বলে শোনা যায়। তাই বাজার
হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন।”
সংবাদ
সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব
মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, আসাদুল
করীম শাহিন, নারায়ণগঞ্জের তারাবতে দলের প্রার্থী নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।