এক
সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন বাইকটির বিবরণ তুলে ধরে হিরো বাংলাদেশ। বর্তমান সময়ে আধুনিক
সব ফিচার সমৃদ্ধ ১৬০ সিসির এই বাইকটি বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা
করছেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ।
বাইকটির
দাম ধরা হয়েছে সিঙ্গেল ডিস্ক ১৮৯,৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ১৯৯,৯৯০ টাকা।
তিনটি
রঙে পাওয়া যাবে (স্পোর্টস রেড, পার্ল সিলভার হোয়াইট এবং ভাইব্রেন্ট ব্লু) এই বাইক।
হিরো
বাংলাদেশ জানিয়েছে, ভারতের জয়পুরে গবেষণা সংস্থা ‘সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি
(সিআইটি) বাইকটির নকশা প্রনয়ণ করে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, মোটরসাইকেলটিতে রয়েছে হিরোর নিজস্ব এক্সসেন্স টেকনোলজি, যা ১০টি অত্যাধুনিক
সেন্সরের মাধ্যমে নিশ্চিত করে সেরা এক্সিলারেশন। ঘণ্টায় ০-৬০ কিলোমিটার গতি উঠে মাত্র
৪.৭ সেকেন্ডে। ব্রেকিং কন্ট্রোল নিশ্চিত করতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
“ভালো
কন্ট্রোল এর জন্য রয়েছে ওয়াডার টায়ার এবং সব ধরনের রাস্তায় আরামদায়ক ভাবে চলার জন্য
বাইকটিতে রয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন, অটো সেল টেকনোলজি, এলইডি
হেড লাইট ও সামনে ও পেছনের ইন্ডিকেটর লাইটসহ সম্পূন্ন এলইডি প্যাকেজ।”