সহকারি রিটার্নিং অফিসার ও মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম ৩ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আর জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন ১ হাজার ৮৬৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।
পৌরসভায় মোট ১২ হাজার ৮৪১ ভোটারের মধ্যে ৯ হাজার ২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে হক্কু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।