ক্যাটাগরি

মোংলা ইপিজেডে সুতার গুদামে আগুন

বাগেরহাট
ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক (ডিএডি) মো. গোলাম সরোয়ার জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মোংলা ইপিজেডে গুয়াংজু হুয়াস্যাং
সাইন্স অ্যান্ড টেকনোলজি নামের
একটি কারখানার গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে। 

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে মোংলা ইপিজেডে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট
আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাগেরহাট, মোংলা বন্দর
কর্তৃপক্ষের এবং নৌবাহিনীর মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

“আগুন
এখন অনেকটা নিয়ন্ত্রণে তবে এখনো পুরোপুরি নেভেনি। আমরা এখনো পানি ছিটিয়ে আগুন
নেভানোর কাজ চালিয়ে যাচ্ছি।”

ফায়ার
সার্ভিসের এ কর্মকর্তা বলেন,

গুদামে পুরানো কাপড়ের ঝুট দিয়ে প্রথমে তুলা বানানো হয়; সেই তুলা দিয়ে তৈরি
করা হয় সুতা। কাপড়ের কারণে আগুন নেভাতে বেগ
পেতে হচ্ছে।

তবে
কিভাবে সুতার গুদামে আগুনের সূত্রপাত বা আগুনে ক্ষয়ক্ষতির পরিমান কত তা এখনি বলা
সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।