সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭.৭ ডিগ্রি
সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে দিনাজপুর,
পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল,
গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলে।
তা অব্যাহত থাকবে এবং আগামী ৭২ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই বলে
জানানো হয়েছে।
শীতের আমেজের মধ্যে সোমবার দেশের ২৪ পৌরসভায় ভোট হচ্ছে।
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী
অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে
মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
চলতি মৌসুমে ১৯ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় উত্তর জনপদে। পরদিন
রাজারহাটের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে, যা চলতি মৌসুমে
সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়াবিদরা জানান, পৌষের এ সময়ে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ থাকবে।
এসময় কোথাও কোথাও তাপমাত্রাও বাড়বে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ডিসেম্বরের শেষভাগে উত্তরাঞ্চলে এরকম টানা
শৈত্যপ্রবাহ কোথাও না কোথাও থাকেই। উত্তরের হিমেল পরশ আর কুয়াশার চাদরে এমন
আবহাওয়া ব্যতিক্রম নয়।