ক্যাটাগরি

সুনামগ‌ঞ্জে বা‌সে ‘ধর্ষণচেষ্টা’: চালকের সহকারী গ্রেপ্তার

সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইগাঁও থেকে তা‌কে গ্রেপ্তার করা হয় বলে জেলার পু‌লিশ সুপার মিজানুর রহমান জানান।

র‌শিদ সি‌লেট নগরীর পীর এলাকার বা‌সিন্দা।

পু‌লিশ সুপার বলেন, র‌শিদকে গ্রেপ্তারের পর সি‌লেট নি‌য়ে গে‌ছে। তা‌কে সি‌লেট থে‌কে আনার জন্য জেলা পু‌লিশ রওনা দি‌য়ে‌ছে।

পুলিশ জানায়, ১৮ বছর বয়সী এই কিশোরী সন্ধ্যায় সিলেট থেকে বাসে করে দিরাই আসছিলেন। সুজানগর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে চালকের সহকারী তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় কিশোরী চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।