সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের
দিনের চেয়ে ১৫ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪৪ দশমিক শূন্য ১ পয়েন্টে
অবস্থান করছে।
এ বাজারে ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন
হয়, যা আগের দিন ছিল ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের
ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪২টির, অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক
শূন্য ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩১ দশমিক ৬৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮
দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪ দশমিক ২৫ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৭
দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪০৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক
৩১ শতাংশ বেশি।
সিএসইতে ৪৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন
ছিল ৬৮ কোটি ৫০ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।