বুয়েট-২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তাবিত
‘বুয়েট ব্যাচ’০০ ফাউন্ডেশন’ ২৫ ডিসেম্বর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সুবিধা বঞ্চিত
জনগনকে কিছু শীতকম্বল উপহার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, বুয়েটের এই ব্যাচ ‘শতদ্রু’
নামে পরিচিত। যারা করোনাকালীন সময়ের শুরু থেকেই দেশবিদেশে ছড়িয়ে থাকা ব্যাচমেটদের
ব্যক্তিগত সহায়তায় সাধ্যমত সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে এবং করোনাকালিন নানাবিধ
সামাজিক সহায়তা কার্যক্রমে বুয়েট সেন্ট্রাল এলামনাইকে তহবিল সংগ্রহে সহায়তা করে এসেছে।
এরই ধারাবাহিতায় এই ব্যাচ এবারের শীতে হোসেনপুরে ১৫০টি
এবং ‘সংযোগ’ নামক আরেকটি অনলাইনগ্রুপের মাধ্যমে উত্তরাঞ্চলে আরও ১০০টি শীতকম্বল উপহার
করে।
হোসেনপুরের এই আয়োজন হয় উক্ত উপজেলার ইউএনও এবং একই
ব্যাচের শিক্ষার্থী জাহিদুর রহমানের সার্বিক সহযোগিতায়।
এছাড়াও এই আয়োজনে ব্যাচের পক্ষে আরও উপস্থিত ছিলেন-
প্রকৌশলী মমিনুল ইসলাম, প্রকৌশলী নাজির হোসেন, প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রকৌশলী হাসিম
হাসনাত।
প্রস্তাবিত ‘বুয়েট ব্যাচ’০০ ফাউন্ডেশন’ দেশের প্রতি দায়িত্ব
থেকে আগামীতে আরও সামাজিক কার্যক্রম চালানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সঠিক প্রযুক্তি
ব্যবহার, আইডিয়া জেনারেশন, গবেষণা এবং দিকনির্দেশনা দিয়ে দেশের উন্নয়নে আরও প্রত্যক্ষ
অবদান রাখবে এমনি ইচ্ছা পোষণ করছে বিজ্ঞপ্তিতে।