বৃহস্পতিবার বেলা পৌনে
৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের
সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, প্রায় তিন সপ্তাহ আগে ডা. লেনিনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই
স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া
হয়।
এই চিকিৎসকের মৃত্যুতে
‘অপূরণীয় ক্ষতি’ হয়ে গেল মন্তব্য করে ডা. সামন্ত লাল সেন বলেন, “কী বলব, একজন সম্ভাবনাময়
চিকিৎসক, অত্যন্ত ভালো, সৎ মানুষ। আমি ভাবছিলাম ভবিষ্যতে তাকে এই হাসপাতালের দায়িত্ব
দেওয়া হবে। এই ছেলেটা চলে গেল, মাত্র ৪৯ বছর বয়সে!”
ঢাকা মেডিকেল কলেজ
থেকে পাশ করা ডা. লুৎফর কাদের লেনিন ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের একটি ইউনিটের
রেজিস্ট্রার ছিলেন।
দেশে করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২৫ জন চিকিৎসকের মুত্য হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল
অ্যাসোসিয়েশন-বিএমএ।
তাদের তথ্য মতে, করোনাভাইরাসে
আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯০ জন চিকিৎসক।