বুধবার প্রেস ক্লাবের
মিলনায়তনে সদস্যদের সরাসরি ভোটে
২০২০-২১ মেয়াদের নেতৃত্ব নির্বাচিত হবে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা
পর্যন্ত একটানা ভোটগ্রহণের পরে গণণা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা
কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে তিনি বলেন, জাতীয় প্রেক্লাবের সদস্যদের মধ্যে এবার মোট একহাজার ১৫১ জন ভোট
দেবেন।
বুধবারের ভোটে ক্ষমতাসীন
দল আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের নেতৃত্ব দিচ্ছেন
প্রেসক্লাবের দুই দফা সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
আর বাংলাদেশ জাতীয়বাদী
দল-বিএনপি সমর্থিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন প্রেসক্লাবের দুই বারের সাবেক সভাপতি
কামাল উদ্দিন সবুজ।
জাতীয় প্রেস ক্লাবের
ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ
সম্পাদক,সিনিয়র সভাপতি, সভাপতি, কোষাধ্যক্ষসহ ১৭ পদে মোট ৪১ জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে
১০টায় ক্লাব মিলনায়তনে সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও কোষাধ্যক্ষ শ্যামল দত্ত তাদের দ্বি-বার্ষিক
রিপোর্ট পেশ করেন।
পরে সদস্যদের মুক্ত
আলোচনার মাধ্যমে সাধারণ সভার কার্য্ক্রম শেষ হয়।