ক্যাটাগরি

বাংলা নামের এই দেশটি

শীত এসেছে

 

শীত এসেছে হাওয়ায় চড়ে

মনটা লাগে ভালো,

শিশির ভেজা দূর্বাঘাসে

সূর্যিটা দেয় আলো।

 

ভোরে যখন শিশির ঝরে

সবুজ দূর্বা ঘাসে,

মনটা তখন মন থাকে না

ঝিলমিলিয়ে হাসে।

 

খেজুর রসের পিঠে-পায়েশ

খেতে মজা কি যে,

শীতল হাওয়া গায়ে মেখে

ঘুরে বেড়াই নিজে।

 

শীত এসেছে ছড়িয়ে হাওয়া

আলতো পায়ে পায়ে,

নামলো রে শীত সবার মাঝে

শহর-নগর-গায়ে।

 

শীতের পাখি

 

কিচির মিচির মিষ্টি সুরে

শীতের পাখি এলো,

বনের মাঝে খুশির জোয়ার

ধরিয়ে এবার দিলো।

 

গাছে গাছে ফুল ফুটেছে

নতুন পাতার মাঝে,

তাইতো পাখি গান ধরেছে

সকাল দুপুর সাঁঝে।

 

দোহাই লাগে কেউ ছুড়ো না

ওদের বুকে তীর,

উড়ে এসে খালে-বিলে

করুক ওরা ভিড়।

 

শীতের পাখি প্রতি বছর

ঋতুর পালায় আসে,

বাংলা নামের এই দেশটি

বড়োই ভালোবাসে।

 

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!