ক্যাটাগরি

এমপি খোকার বিরুদ্ধে সাবেক এমপির মানহানির মামলা খারিজ

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ুন কবীরের আদালতে বুধবার দুপুরে আবেদন করা হলে বিকালে তা খারিজ করে দেওয়া হয় বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

কায়সার হাসনাতের আইনজীবী মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “লিয়াকত হোসেন খোকার মিথ্যা ও কুৎসামূলক বক্তব্যে কায়সার হাসনাতের প্রায় ৫০ কোটি টাকা সমমূল্যের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন হয়।

“এ বিষয়ে আদালতে মামলার আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দিয়েছে। আমলী আদালতের এ আদেশের বিরুদ্ধে বাদী উচ্চ আদালতে রিভিশন মামলা করবেন।”

গত ২৬ ডিসেম্বর বিকালে সোনারগাঁ পৌরসভায় এক অনুষ্ঠানে খোকা মানহানিকর বক্তব্য দেন বলে কায়সার হাসনাতের অভিযোগ।