বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক গুলজার আলী বলেন, গাবতলী সেতুর নিচ হতে দ্বীপনগর পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযানে ২০টি দোতলা ভবন, ৩৭টি একতলা ভবন, ১৫ টি আধাপাকা ঘর, ২২টি টিনের ঘর, ১০ টি টং ঘরসহ ১২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার ওই এলাকায় ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক গুলজার বলেন, এ পর্যন্ত প্রায় তিন একর নদীর তীরভূমি উদ্ধার করা হয়েছে।