কোটালীপাড়া
থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, বুধবার দুপুরে সোলায়মান শাহ (৫০) নামে এই
চিকিৎসককে তারা গ্রেপ্তার করেন।
সোলায়মান
চাঁদপুরের মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। কোটালীপাড়া উপজেলার
ওয়াপদারহাট বাজারে হোমিও চেম্বার খুলে চিকিৎসা দিতেন তিনি।
ওসি লুৎফর বলেন,
সোলায়মান তার চেম্বারে বসে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে এলাকাবাসীর
অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে শিশুর বাবা থানায় মামলা করলে তাকে
গ্রেপ্তার দেখানো হয়।
তিনি বলেন, গত
মাসে সোলায়মান উপজেলার বুজুর্গোকোন বাজারেও নিজের হোমিও চেম্বারে রোগী দেখার সময় এক
শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে স্থানীয়দের অভিযোগ। সে ঘটনায় মামলায় জামিনে ছিলেন
তিনি। জামিনে বের হয়ে ওয়াপদারহাট বাজারে আবার হোমিও চেম্বার খুলে ধর্ষণের চেষ্টা
করেন সোলায়মান।