বুধবার
দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে
স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা আহবায়ক ও মেডিকেল অ্যাসোসিয়েশন
জেলা সাধারণ সম্পাদক মো. মোশায়ের উল ইসলাম এই ঘোষণা দেন।
গত
শুক্রবার বিকালে একজন নারী রোগীর মৃত্যুর পর তার স্বজনদের সঙ্গে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষ এবং জরুরি বিভাগে
ভাংচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় পাঁচজনের
নামে মামলা হলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এই হামলার বিচারসহ
কয়েকটি দাবিতে রোববার থেকে চিকিৎসকরা কর্মবিরতি পালন করে আসছিলেন।
সংবাদ
সম্মেলনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা আহবায়ক মো.
মোশায়ের উল ইসলাম বলেন, চিকিৎসকের উপর হামলাকারী বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি, দায়ী পুলিশ সদস্যদের
বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাসে তারা এই
কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
জামালপুর
জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, কর্মবিরতি প্রত্যাহার
করার পর হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।