এক বিবৃতি দিয়ে বুধবার হেনড্রিকসকে ফেরানোর কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এর আগে চোট কাটিয়ে জোহানেসবার্গ টেস্টের জন্য দলে ফিরেছেন কাগিসো রাবাদাও।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের ১৫ সদস্যের দলে ছিলেন হেনড্রিকস। পরে করোনাভাইরাস সম্পর্কিত কারণে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হেনড্রিকসের। এখন পর্যন্ত ওই একটিই টেস্ট খেলার সুযোগ হয়েছে তার। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৪৫ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।