ক্যাটাগরি

হাটহাজারীতে পাঁচ ইটভাটা উচ্ছেদ, জরিমানা

বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা এই অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের নির্দেশে হাটহাজারীতে অবৈধ ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধীনে পাঁচটি ভাটা উচ্ছেদ করা হয়।

এরমধ্যে কর্ণফুলী ব্রিকস ম্যানুফেকচারিংকে চার লাখ টাকা এবং শাহ আমানত ব্রিকস ফিল্ড, কাদেরিয়া ব্রিকস ফিল্ড, সোনালী ব্রিকস ফিল্ড ও শাহজালাল ব্রিক ফিল্ডকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া কয়েকটি ইটভাটাকে এক মাসের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দীন, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।