জলবায়ু পরিবর্তনের
প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে তার জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশ্য এর কারণ
বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
বাংলাদেশ জাতীয়
ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ
দিয়ে এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন
করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপকমিটিতে মাশরাফিকে
রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলবায়ু পরিবর্তনের
বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় বিশ্ব নেতাদের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। জলবায়ু মোকাবিলায় তার নেতৃত্বে কাজ করছে বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি।
“মাশরাফি বিন মুর্তজা
আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন। পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের রাখায়, তারা
গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।”
বন ও পরিবেশ বিষয়ক
উপ কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন
দেলোয়ার।
এই উপ কমিটিতে
মাশরাফি ছাড়াও আরও ছয়জন সংসদ সদস্যকে রাখা হয়েছে।
তারা হলেন পরিবেশ
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার,
জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম।
উপ কমিটিতে
বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।