ক্যাটাগরি

আপত্তিকর ইনস্টাগ্রাম পোস্টে নিষিদ্ধ কাভানি

এফএ এক বিবৃতিতে বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী এই ফুটবলারের
শাস্তির কথা জানায়। নিষেধাজ্ঞা ও জরিমানার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমেও অংশ
নিতে হবে তাকে।

গত ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে
ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে ওই আপত্তিকর ভাষা ব্যবহার করেন কাভানি। দলের ৩-২
ব্যবধানে জেতা ম্যাচটিতে বদলি নেমে যোগ করা সময়ে জয়সূচক গোলসহ দুই গোল করেছিলেন
তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই পোস্ট মুছে ফেলেন কাভানি, চান ক্ষমাও।

নিষেধাজ্ঞার কারণে নতুন বছরের প্রথম দিন লিগে অ্যাস্টন
ভিলা, ৬ জানুয়ারি লিগ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটি ও ৯ জানুয়ারি এফএ
কাপে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে পারবেন না কাভানি।