ক্যাটাগরি

উত্তরায় দুর্ঘটনায় গুলশানের এসআইয়ের মৃত্যু

বুধবার রাত ১১টার দিকে উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ের সামনে টঙ্গীমুখী সড়কে  গাড়িচাপায় তার মৃত্যু হয় বলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান।

কামরুল ইসলাম (৩২) মোটরসাইকেলে ছিলেন জানিয়ে তিনি বলেন, কামরুল মঙ্গলবার সারা রাত দায়িত্ব পালন করেছেন। বুধবার সকালে তিনি থানা থেকে চলে যান।

“নাইট ডিউটি থাকলে পরের দিন বিশ্রামে থাকেন। সারা দিন বিশ্রাম নিয়ে সন্ধ্যার পর পারিবারিক কোনো কাজে হয়ত তিনি উত্তরা গিয়েছিলেন। আমরা যতটুকু জানি, উত্তরায় তার বোনের বাড়ি আছে। সেখানে গিয়ে থাকতে পারেন অথবা যাচ্ছিলেন।”

গুলশানের কালাচাঁদপুরে থাকতেন এসআই কামরুল। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক আমিনুল।