ক্যাটাগরি

উদ্যোক্তাদের মানসিকতা বদলে গুরুত্ব সালমান এফ রহমানের

বৃহস্পতিবার বাংলাদেশ
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার ছয়টি অনলাইন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি বলেন, “মুক্ত বাণিজ্যের প্রচলন বাড়লে বাংলাদেশি পণ্য যেমন বিদেশে শূল্কমুক্ত
প্রবেশাধিকার পাবে, তেমনি সংশ্লিষ্ট দেশের পণ্যগুলোকেও বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার
দিতে হবে। সেজন্য মুক্ত বাণিজ্য নীতিতে টিকে থাকতে হলে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিকল্প
নেই।

ব্যবসায়ীদের উদ্দেশে
সালমান বলেন, “আমরা বিভিন্ন সময় সরকারি দপ্তরগুলোর সক্ষমতা বাড়ানোর কথা বলি, সেটা ঠিক
আছে। আবার আমরাও যেন বিভিন্ন সুযোগের অপব্যবহার না করি। শুধু সরকারের নয়; আমাদের মাইন্ডসেটও
পরিবর্তন করতে হবে।”

ব্যবসার প্রকৃত পরিবেশ
সৃষ্টিতে কাজ করতে বিডার প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, “র‌্যাংকিং একটা বিষয় রয়েছে।
কিন্তু কীভাবে ব্যবসা ও বিনিয়োগের ঝামেলামুক্ত প্রকৃত পরিবেশ তৈরি করা যায় সেটাই আসল
বিষয়। পরিবেশ ভালো করলে র‌্যাংকিং এমনিতেই ঠিক হয়ে যাবে।”

ইইউ থেকে বেরিয়ে যাওয়ার
পর সহযোগী দেশগুলোর সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করে চলেছে যুক্তরাজ্য। বছরের শেষদিনই
তারা মুক্তবাণিজ্য চুক্তি করেছে ভিয়েতনামের সঙ্গে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশেরও
এফটিএ বা মুক্তবাণিজ্য চুক্তি হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

“সেক্ষত্রে আমাদের
আরও প্রস্তুত হতে হবে। বিশ্ববাজারে আমরা যা রপ্তানি করি সেটা প্রতিযোগিতামূলক পরিস্থিতিতেই
রপ্তানি করি। অভ্যন্তরীণ মার্কেটেও যেন সেই প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি হয়।”

বিডার ওয়ান স্টপ সার্ভিসকে
সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়নের উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি
বলেন, “এগুলো সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বের কারণে।”

অনুষ্ঠানে বিডার ওয়ান
স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আরও ছয়টি সেবা যুক্ত হয়। নতুন বছরে এনিয়ে মোট ৪১টি অনলাইন
সেবা দেবে বিডা। এছাড়া আগামী এক বছরের মাথায় ৫০টি সেবা অনলাইনে দেওয়ার পরিকল্পনার কথা
জানান ওএসএসের পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।

তিনি বলেন, এখন থেকে
পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট ইআইএ, টিওআর এবং জিরো ডিসচার্জ অনুমোদন হবে ওয়ান স্টপ সার্ভিস
থেকে। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর সংশ্লিষ্ট শিল্প আইআরসির সনদ, বিদ্যুৎ
উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সংযোগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ সংযোগও
দেওয়া হবে ওএসএস থেকে।

বিডার নির্বাহী চেয়ারম্যান
সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইএর পরিচালক মনির হোসেন, এমসিসিআইয়ের
সভাপতি নিহাদ কবির, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একেএম রফিক আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মোহাম্মদ
দস্তগীর বক্তব্য রাখেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন
কর্তৃপক্ষ, বিডায় ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিনিয়োগকারীদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে
ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়। বর্তমানে বিডাকুইকসর্ভ ডটওআরজি নামের এই প্ল্যাটফর্মে
বিডা ও অন্যান্য সাতটি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ৩৫টি সেবা চালু আছে। এর সঙ্গে যুক্ত হল
নতুন ছয়টি। এই পোর্টাল থেকে শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট ১৫০টি সেবা দেওয়ার প্রস্তুতি
চলছে, যা ব্যবসা ও বিনিয়োগের কাজগুলোকে আরও সহজ ও দ্রুত করবে।