ক্যাটাগরি

কার্যকর হচ্ছে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি

বৃহস্পতিবার ২৩:০০ জিএমটি থেকেই চুক্তিটি কার্যকর হবে। এর আগে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে দ্রুতই চুক্তিটি অনুমোদন পেয়েছে।

পরে উচ্চকক্ষ হাউজ অব লর্ডস এ চুক্তি চূড়ান্তভাবে অনুমোদন করেছে এবং রানিও এতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার অবসান ঘটিয়ে বড়দিনের আগের দিন ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় যুক্তরাজ্য ও ইইউ।

এরপর গত ২৮ ডিসেম্বর এই চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন ইইউ’র ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতরা। পরে ইইউ’র শীর্ষ কর্মকর্তারা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই করার পর ব্রিটিশ পার্লামেন্ট সেটি অনুমোদন করল।

এই অনুমোদনের জন্য এমপিদের ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “এর মধ্য দিয়ে এই দেশের ভবিতব্য এখন সুদৃঢ়ভাবে আমাদের হাতেই রইল।”

তবে বিরোধীরা বলছেন, ইউরোপে থাকার সময় চেয়ে এখনই যুক্তরাজ্যের অবস্থা আরও বেশি খারাপ হবে।

গত ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হলেও এতদিন পর্যন্ত ব্রাসেলসের বাণিজ্যিক নিয়ম মেনে চলেছে যুক্তরাজ্য। সময়সীমা শেষের আগেই উভয় পক্ষ নতুন এই বাণিজ্য চুক্তিতে পৌঁছায়।

এর মধ্য দিয়ে আগামী দিনগুলোর জন্য ইইউ-যুক্তরাজ্য নতুন বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক প্রতিষ্ঠা পেল।

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাজ্য যেমন নিজেদের পথে চলতে পারবে তেমনি ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্যও চালিয়ে যেতে পারবে।”


ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে যুক্তরাজ্য-ইইউ

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে ইইউ রাষ্ট্রদূতদের অনুমোদন
 


ব্রেক্সিট চুক্তি: যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে ইইউ


বেক্সিট বাণিজ্য চুক্তির আশা প্রতিদিনই ফিকে হচ্ছে: ইইউ কমিশন 


ব্রেক্সিট-পরবর্তী সম্পর্ক নিয়ে যুক্তরাজ্য-ইইউ সংঘাত


ঝড় পেরিয়ে বন্দরের আলো দেখছে ব্রেক্সিট


উল্লাস, উদ্বেগে ইইউ ছাড়ল যুক্তরাজ্য