বৃহস্পতিবার রাত ৯টায় শিক্ষার্থীরা প্রধান ফটক অবরোধ
করে বিক্ষোভ দেখায়। তবে পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সরে যায় বলে জানান বিশ্ববিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ নম্বর গেটে
বাস থেকে নামার পর ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেল্পার
বাকবিতণ্ডায় জড়ায়। তখন বাসের হেল্পার এক শিক্ষার্থীকে মারধর করে বলে শিক্ষার্থীরা
অভিযোগ করেছে। বাসের সহকারীর বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছেন।
“আগামীকাল বাস মালিকের সাথে আলোচনা করে চালকের সহকারীর
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সরে যায়।”
নগরী থেকে বিশ্ববিদ্যালয় পথে চলাচলকারী দ্রুতযান
সার্ভিসের ওই বাসের চালকের সহকারীর সাথে ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে বলে
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়।