এই ডিভাইসটিকে দারাজ তাদের ইতিহাসে ‘ফাস্টেস্ট-সেলিং গেইমিং স্মার্টফোন’ বলে জানিয়েছে।
গেইম খেলোয়ারদের জন্য উপযোগী ফোনটিতে রয়েছে হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর, ৬,০০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জিং প্রযুক্তি। পাশাপাশি আছে ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা, ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি।
ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানটি- সিলভার সোর্ড এবং ব্লু ব্লেড। ডিভাইসটির নিয়মিত বাজারমূল্য ১৩ হাজার ৯৯০ টাকা।