বৃহস্পতিবার
ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে বলে সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান।
তিনি
বলেন, “সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায়, পাবনার যানবাহন ভাঙচুর
ও পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচির ডাকা হয়েছে।”
সিরাজগঞ্জ
পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, শাহজাদপুর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সড়ক পরিবহন
ফেডারেশনের নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেও কোনো সমাধান হয়নি বলে তার অভিযোগ।
ধর্মঘটে
পাবনার সঙ্গে দেশের সব জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকবে বলে তিনি জানান। পাবনার ওপর দিয়ে
অন্য জেলার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
পাবনার
ডিসি কবির মাহমুদ বলেন, সমস্যা সমাধানের জন্য প্রশাসন চেষ্টা অব্যাহত রেখেছে। সিরাজগঞ্জ
জেলা প্রশাসন ও মালিক শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধান করার
চেষ্টা হবে।