ক্যাটাগরি

পাবনায় পরিবহন ধর্মঘট স্থগিত

জেলা মোটর মালিক গ্রুপের
সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, বৃহস্পতিবার বিকালে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে
মিটিংয়ের পর তারা এই সিদ্ধান্ত নেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরের
মালিক-শ্রমিকরা পাবনার বাস থেকে চাঁদা আদায় ও শ্রমিকদের মারধর করে আসছে বলে অভিযোগ
তুলে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘটে যান পাবনার বাসমালিকরা।

বিকালে মিটিংয়ের পর
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

হাবিব বলেন, পাবনা
ও সিরাজগঞ্জের প্রশাসনের আশ্বাস পেয়ে তারা সোমবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিতত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার
বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে শাহজাদপুর
উপজেলা প্রশাসন, শাহজাদপুরের শ্রমিকনেতা, পাবনার ডিসি ও পাবনার মালিক-শ্রমিকদের বৈঠক
হয়। তবে শাহজাদপুরের বাসমালিকরা বৈঠকে আসেননি। বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসে সোমবার
সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।

আগামী সোমবার বিকালে
একই স্থানে পাবনা ও সিরাজগঞ্জের ডিসি ও মালিক-শ্রমিকদের সঙ্গে আরেকটি বৈঠক হবে জানিয়ে
তিনি বলেন, সেই বৈঠক ফলপ্রসূ না হলে তারা পরদিন থেকে আবার অনির্দিষ্ট কালের ধর্মঘট
শুরু করবেন।

পাবনার ডিসি কবীর
মাহমুদ বলেন, বিকালে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সোমবার পর্যন্ত মালিকরা ধর্মঘট স্থগিত করেছেন।
সোমবার বিকালে আরেকটি বৈঠকে সুষ্ঠু সমাধান হবে বলে আশা করা হচ্ছে।