ক্যাটাগরি

ভারতীয় চালের প্রথম চালান ‘মোংলায় আসবে জানুয়ারিতে’

তিনি বলেন, এই চাল
রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন গুদামে যাবে। মজুদ বৃদ্ধি ও খোলা বাজারে
চালের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভারত থেকে এক লাখ মেট্রিকটন চাল কিনছে সরকার।
তার মধ্যে ৪০ শতাংশ পর্যায়ক্রমে মোংলা বন্দরে আসবে।

বাদল বলেন, প্রথম
চালান ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চালানে চার হাজার ২০০ মেট্রিকটন সেদ্ধ
চাল রয়েছে। সরকার ভারতের পিকে এগ্রি লিংক ও রিতা ইমপ্রেস ইন্টারন্যাশনাল কোম্পানির
সঙ্গে এক লাখ মেট্রিকটন চাল আমদানির চুক্তি করেছে।

খুলনা বিভাগীয় খাদ্য
চলাচল ও সংরক্ষণ বিভাগের সহকারী উপ-পরিচালক মুহাম্মদ আব্দুস সোবাহান বলেন, বিভাগের
৭১টি গুদামে ৫৭ হাজার ৪২২ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। তার পরও আপৎকালীন মজুদ গড়ে তোলার
জন্য এই চাল আমদানি করা হচ্ছে।