ক্যাটাগরি

অধিক মুনাফার লোভ দেখিয়ে ‘কোটি কোটি টাকা’ হাতিয়েছেন তিনি

গ্রেপ্তার আলী আকবর
(৫০) ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা এবং তিনি এভরিডে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি
লিমিটেড ও ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ডেমরা এলাকায়
অভিযান চালিয়ে আকবরকে গ্রেপ্তার করা হয়।

“দীর্ঘদিন ধরে দুই
প্রতিষ্ঠানের নামে ঢাকার বিভিন্ন এলাকায় অস্থায়ী অফিস খুলে মানুষকে অধিক মুনাফা দেওয়ার
লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পরবর্তীতে এই চক্রটি নানান জায়গায় আত্মগোপন
করে।”

তাদের প্রতারণার শিকার
দেলোয়ার হোসাইন (৪৯) নামের এক ব্যক্তি বুধবার ওয়ারি থানায় মামলা দায়ের করেন।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, “দেলোয়ার হোসাইনের কাছ থেকে দুই কোটি ১৭ লক্ষ ৮০ হাজার টাকাসহ আরও অনেকের কাছ
থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন বলে স্বীকার করেন গ্রেপ্তারকৃত আলী আকবর।”

চক্রের অন্যান্য সদস্যদের
গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।