ক্যাটাগরি

আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে গুগল ক্লাউড প্রিন্ট

অনেকেই হয়তো সেবা বন্ধ হয়ে যাওয়ার পর টেরই পাবেন না। কিন্তু সেবাটির কিছু সংখ্যক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, সমস্যা এড়াতে ক্রোমের প্রিন্ট সেটিংস খতিয়ে দেখতে পারেন ব্যবহারকারীরা।

‘ক্লাউড প্রিন্ট’ সেবাটি গুগল নিয়ে এসেছিল ২০১০ সালে। ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস ব্যবহারকারীরা যাতে সহজে নিজেদের নথি প্রিন্ট করতে পারেন, সে ব্যবস্থা করে দিতেই নিয়ে আসা হয়েছিল সেবাটিকে। পরে ২০১৭ সালে ক্রোমে ‘নেটিভ প্রিন্টিং’ অপশন যোগ করেছে গুগল।

নেটিভ প্রিন্টিং অপশনের সাহায্যে সহজেই নিজ ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটি জুড়ে নেওয়া যায় নেটওয়ার্কের মধ্যে থাকা যেকোনো সামঞ্জস্যপূর্ণ প্রিন্টারের সঙ্গে। এজন্য আর ক্লাউড সংযোগের প্রয়োজন পড়ে না।