লেনদেন কার্ড, বোর্ডিং পাস বা কোনো অনুষ্ঠানের টিকেটের তথ্য রাখার জন্য ব্যবহার করা হয় অ্যাপল ওয়ালেট। এবার করোনাভাইরাসের টিকার তথ্যও থাকবে এখানেই।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রথমে গ্রাহককে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা মনে করিয়ে দিতে ব্যবহার করা হবে আইফোনের এই ফিচারটি। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের হটস্পটে করোনাভাইরাসের টিকা নেওয়ার প্রমাণ হিসেবেও ব্যবহার হতে পারে অ্যাপল ওয়ালেট।
এই প্রকল্পের জন্য সফটওয়্যার প্রতিষ্ঠান হেলথভানার সঙ্গে অংশীদারিত্ব করেছে মার্কিন এই কাউন্টি।
হেলথভানার প্রধান নির্বাহী রামিন বাসতানি বলেছেন, “এয়ারলাইন, স্কুলসহ যেখানে দরকার, সেখানে টিকার প্রমাণ দিতে” ব্যবহার করা যেতে পারে ডিজিটাল কার্ডটি।
কাউন্টির টিকা প্রধান ক্লেয়ার জারা শ’ ব্লুমবার্গকে বলেছেন, দ্বিতীয় ডোজের জন্য মানুষের ফেরত আসা নিশ্চিত করতে চান কর্মকর্তারা, কারণ টিকা গ্রহীতাকে দেওয়া নথি সহজেই হারিয়ে যেতে পারে।
“মানুষের প্রথম ডোজের রেকর্ড খুঁজে বের করতে এবং কখন তাদের দ্বিতীয় ডোজ নিতে হবে তা বের করতে, শত শত মেডিক্যাল রেকর্ডের অনুরোধে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা আমাদের নেই,” বলেন জারা শ’।
রোগীর সংবেদনশীল ডেটা নিয়ন্ত্রণের সুনাম রয়েছে হেলথভানার। সাম্প্রতিক বছরগুলোতে লাখো এইচআইভি পরীক্ষার ফলাফল সরবরাহ করেছে এই প্রতিষ্ঠানটি।
এই ‘ভ্যাকসিন পাসপোর্টের’ কিছু বাধাও রয়েছে। কেউ যদি ব্যক্তিগত মেডিক্যাল তথ্য শেয়ার করতে না চান, তাহলে তিনি অনেক জায়গায় প্রবেশে বাধা পেতে পারেন।