বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে কিশোরগঞ্জ
পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি
জানান, সব
রুটে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর
আবার বাস চলাচল শুরু হয়েছে।
গত রাতে চাঁদাবাজির মামলায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক
মামুন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তারই প্রতিবাদে এ ধর্মঘটে যায় শ্রমিকরা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, ওই বাসস্ট্যান্ডের
সামনে থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে
চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তারকৃত মামুন মিয়াসহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।
কামাল মিয়া নামে এক চালক এ মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার করা
হয়েছে।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক
ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, বাসস্ট্যান্ডের সামনে থেকে সম্পূর্ণ অবৈধভাবে
গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে
বাধা দেওয়ার কারণে চাঁদাবাজির মিথ্যা এ মামলা করা হয়েছে।
“ওই মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার
শ্রমিক নেতাকে মুক্তির দাবিতে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।”