ক্যাটাগরি

চট্টগ্রাম প্রেস ক্লাবে আব্বাস-ফরিদ পুনর্নির্বাচিত

বৃহস্পতিবার
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের ২৫৮ জন ভোটারের মধ্যে
২৪০ জন ভোট দেন।

রাতে
ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ওমর কায়সার ফলাফল ঘোষণা করেন।

সভাপতি
পদে বর্তমান সভাপতি এটিএন বাংলার চট্টগ্রাম প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ
হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট।

সাধারণ
সম্পাদক পদে চ্যানেলের আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী সর্বোচ্চ
১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মহসিন কাজী
পেয়েছেন ৫৮ ভোট।

সিনিয়র
সহ-সভাপতি পদে ইত্তেফাকের চট্টগ্রাম বূরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট
পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর
খোরশেদ আলম পান ৯৮ ভোট।

সহ-সভাপতি
পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সাব এডিটর স ম ইব্রাহীম নির্বাচিত হন। তিনি
পেয়েছেন ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরুপম
দাশগুপ্ত পেয়েছেন ৭৩ ভোট।

যুগ্ম
সম্পাদক পদে দৈনিক আজাদীর সিনিয়র স্পোর্টস রিপোর্টার নজরুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ টিভির চট্টগ্রাম প্রধান আলমগীর
সবুজ পেয়েছেন ১০৪ ভোট।

অর্থ
সম্পাদক পদে স্বদেশ টুয়েন্টিফোর ডটকমের যুগ্ম সম্পাদক রাশেদ মাহমুদ ১৪৩ ভোট পেয়ে
জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ফারুক তাহের
পান ৯৪ ভোট।

দৈনিক
সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার ১১৫ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক
নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুপম চক্রবর্তী পেয়েছেন ১০৯ ভোট।

ক্রীড়া
সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ১৩৯ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল খান পেয়েছেন ৯৬ ভোট।

গ্রন্থাগার
সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরী ১১৮ ভোট
পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ১১৬
ভোট।

সমাজসেবা
ও আপ্যায়ণ সম্পাদক পদে ডেইলি ইন্ডাস্ট্রির ব্যুরো প্রধান মো. আইয়ুব আলী ১৬০ ভোট
পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ বিএনএ’র কামাল উদ্দিন খোকন ৭১
ভোট পান।

প্রচার
ও প্রকাশনা সম্পাদক পদে আমাদের নতুন সময় ডটকমের বিশেষ প্রতিনিধি আলীউর রহমান ১৩৬
ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রণব বড়ুয়া অর্ণব ৯৬ ভোট
পেয়েছেন।

কার্যকরী
সদস্য পদে দৈনিক যুগান্তরের বূরোপ্রধান শহীদুল্লাহ শাহরিয়ার ১৪৩ ভোট, দৈনিক
জনকণ্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক ১৩১ ভোট, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক
দেবদুলাল ভৌমিক ১৩০ ভোট, এবং এটিএন বাংলার ডেপুটি প্রধান মনজুর কাদের মনজু ১০৫ ভোট
পেয়ে নির্বাচিত হয়েছেন।