এছাড়া সাংগঠনিক সম্পাদক
হিসেবে অদিতি আদৃতা সৃষ্টিসহ ৫৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির ২০তম জাতীয়
সম্মেলনের কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রাজু ভাস্কর্যের পাদদেশে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ হয়।
সমাবেশ উদ্বোধন করেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল। এতে প্রধান অতিথি ছিলেন
ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ
সম্পাদক ফজলে হোসেন বাদশা।
অন্যদের মধ্যে ছাত্র
মৈত্রীর সাবেক সভাপতি ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নূর আহমদ বকুল উপস্থিত
ছিলেন।