ক্যাটাগরি

জয়পুরহাটে ‘পাওনা টাকা চাওয়ায়’ চাচিকে হত্যার অভিযোগ

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, শহরের খনজনপুর পূর্বপাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাছুমা বেগম মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী।

তার ভাতিজা রাবিকুল হাসান টিটুকে আটক করেছে পুলিশ।টিটু ওই এলাকার আবু সুফিয়ানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বলেন, “সকালে মাছুমা তার দেবরের ছেলে টিটুর কাছে ধারের দুই হাজার টাকা ফেরত চান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে টিটু মাছুমাকে হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

“পরে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাছুমার মৃত্যু হয়।”

এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।